কপিলমুনি প্রতিনিধি : কপিলমুনি প্রেসক্লাবে এক জরুরী সাধারণ সভায় নৈতিকতা স্খলনের দায়ে কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শামছুল আলম পিন্টুকে সাময়িক বহিস্কার করা হয়েছে । শুক্রবার সন্ধ্যায় কপিলমুনি প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সহ-সভাপতি মুন্সী রেজাউল করিম মহব্বতের সভাপত্বিতে ও সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর পরিচালনায় এ জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সভাপতি শেখ শামছুল আলম পিন্টুকে নৈতিকতা স্খলনের দায়ে গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১০(ঝ) ধারা অনুযায়ী ক্লাবের সভাপতি পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে এবং কেন তাহাকে সদস্য পদ স্থায়ী বহিষ্কার করা হবেনা সেই জন্য আগামী এক সপ্তাহের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।