শেখ সিরাজুদ্দৌলা লিংকন, কয়রা : কয়রা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাসকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার দুপুরে কৃষি কর্মকর্তার কার্যালয়ে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আল মাহফুজ এর সঞ্চালনায় কৃষি কর্মকর্তার বদলিজনিত বিদায় উপলক্ষে বর্ণাঢ্য এ আয়োজন করেন সহকর্মী ও কৃষি উদ্যক্তাগণ। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস নবাগত কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল-মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: গোলাম নবী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এস এম নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ আব্দুল মান্নান, এস এম ফারুক হোসেন, গুরুদাস কুমার মন্ডল, অনুতব সরকার, নাঈমুর রহমান, সাধক ঢালী, রাজু আহমেদ, সোহেল হোসেন, শেখ ফরিদ হোসেন, মাহমুদ হাসান, অলিউর রহমান মিরাজ, অপর্ণা সরকার, শাহা নেওয়াজ, উপজেলা বিসিআইসি সারডিলার এ্যাসোসিয়েসানের সভাপতি আবুল হাসান গাজী সহ উপজেলার বিসিিসিআইসি ডিলার ও কৃষি অফিসের কর্মচারী বৃন্দগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০২৩ সালের উনিশ মার্চ অসীম কুমার দাস উপজেলা কৃষি অফিসার হিসাবে যোগদান করেন। চলতি মাসের ২০ অক্টোবর তারিখে পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে জনস্বার্থে তাকে বদলি করা হয়।