বিজ্ঞপ্তি : গত ২৯ সেপ্টেম্বর দিনগত গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়রা উপজেলার অন্তর্গত ৭ টি ইউনিয়নে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত যুবদলের আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। যা সম্পূর্ণ অবৈধ ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কোন ইউনিট কমিটি গঠন বা ঘোষণা করতে হলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকের অনুমতি স্বাপেক্ষে কর্মীসভার মাধ্যমে স্ব স্ব-উপজেলার সকল নেতৃবৃন্দের মতামত ব্যতীত কোন উপজেলা-পৌরসভা যুবদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ কোন ইউনিয়ন-ওয়ার্ড কমিটি গঠন-ঘোষনা করার নিয়ম বা এখতিয়ার নেই। এইক্ষেত্রে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের অনুমতি ব্যতীত এবং খুলনা জেলা যুবদলের সভাপতি এস এম শামীম কবির শারীরিকভাবে অসুস্থতার কারনে দীর্ঘদিন রাজনৈতিক অঙ্গনে অনুপস্থিত থাকায় ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ কারান্তরীণ থাকা অবস্থায় তাদের অনুমতি বা সম্মতি ব্যতিরেকে কমিটি ঘোষণা করা সম্পূর্ণ অবৈধ এবং সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। খুলনা জেলা যুবদলের পক্ষ থেকে গভীর রাতে ঘোষিত এবং সংগঠণের গঠনতন্ত্র পরিপন্থী কয়রা উপজেলাধীন ৭টি ইউনিয়ন কমিটি অবৈধ ঘোষণা করা হলো এবং তাদেরকে যে কোন প্রকার সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হলো।