
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। চাষাবাদে আধুনিকায়ন উন্নত কলাকৌশল ও নতুন প্রযুক্তির সাথে পরিচিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন।
৬ জুন মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চপ্তরে অনুষ্ঠিত উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাস এর সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম।
বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কাজী মোস্তাইন বিল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত কুমার সরকার, সহকারী কৃষি অফিসার গোলাম নবী, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, কয়রা থানার উপপরিদর্শক সালাউদ্দিন আহমেদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপসহকারী কৃষি অফিসার আল মাহফুজ। পরে আমন্ত্রিত অতিথিরা মেলায় অংশগ্রহণকারী স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের সাথে কথা বলেন। এবছর মেলায় ২০টি স্টল অংশ নেয়।
দুপুর ১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, খুলনার প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। কর্মশালায় কৃষক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।