
কয়রা প্রতিনিধি : কয়রা উপজেলার সাতটি ইউনিয়নে যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা যুবদলের এক জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১ লা অক্টোবর রবিবার বিকাল পাঁচটায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইহছানুর রহমান ইছান এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সরদার মাসুদুর রহমানের সঞ্চালনায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায়, উপজেলা যুবদলের ১২ জন যুগ্ন আহবায়ক ও ৯ জন আহ্বায়ক কমিটির সদস্যের উপস্থিতিতে ও সকলের সর্বসম্মতি ক্রমে অতি দ্রুত সময়ের মধ্যে উপজেলার সাতটি ইউনিয়নে ইউনিয়ন সম্মেলন প্রস্তুত উপ কমিটি গঠন করা হয়। প্রতিটি ইউনিয়নে আহবায়ক সদস্যসচিব তিন সদস্যসহ ৫ জন বিশিষ্ট এ কমিটি অতি দ্রুত সময়ের মধ্যে উপজেলার ৭ ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয় । উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকবর হোসেনকে আহবায়ক ও উপজেলা যুবদলের যুগ্নু আহবায়ক তরিকুল ইসলাম কে সদস্য সচিব করে আমাদি ইউনিয়ন,উপজেলা যুবদলের যুগ্নু আহবায়ক ইমরান হোসেনকে আহবায়ক ও আহ্বায়ক কমিটির সদস্য সেলিম রেজাকে সদস্য সচিব করে বাগালী ইউনিয়ন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম কে আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান লিটু কে সদস্য সচিব করে মহেশ্বরীপুর ইউনিয়ন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইউনুস আলীকে আহবায়ক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গাজী দেলোয়ার হোসেনকে সদস্য সচিব করে মহারাজপুর ইউনিয়ন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনারুল ইসলাম ডাবলু কে আহবায়ক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আওসাফুর রহমানকে সদস্য সচিব করে কয়রা সদর ইউনিয়ন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সরদার মাসুদুর রহমান কে আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য মফিজুল ইসলামকে সদস্য সচিব করে উত্তর বেদকাশী ইউনিয়ন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কালাম আজাদ শেখকে আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য নুরুল্লাহ নুরকে সদস্য সচিব করে দক্ষিণবেদকাশী ইউনিয়ন সম্মেলন প্রস্তুত উপ-কমিটি গঠন করা হয়।