কয়রা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে খুলনার কয়রা উপজেলা সদরে আনন্দ মিছিল করেছে উপজেলা জাতীয় শ্রমিক লীগ। ১৯ শে নভেম্বর বিকাল ৪:০০ টায় কয়রা উপজেলা শ্রমিক লীগ এর সভাপতি মাস্টার আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল শুরু হয়। আনন্দ মিছিলটি কয়রা উপজেলা সকিনা মার্কেট, কলেজ মোড়, কোট চত্বরসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে। এসময় মিছিলের নেতাকর্মীরা সরকারের উন্নয়নের বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মিছিল শেষে সকিনা মার্কেটর মোাড়ে সংক্ষিপ্ত আলোচনায় কয়রা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাস্টার আব্দুল হালিম বলেন, কয়রা উপজেলা শ্রমিক লীগ যে কোন সময়ের থেকে এখন অনেক শক্তিশালী ও সংগঠিত। ঐ আগুন সন্ত্রাসীদের মানুষ বিস্বাস করে না। উন্নয়ন দেখেই মানুষ নৌকায় ভোট দিবে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কয়রা থানা শ্রমিক লীগ এর প্রতিটি নেতাকর্মী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ মাঠে থেকে পালন করবে।
সাধারণ সম্পাদকের বক্তব্যে আমিরুল ইসলাম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে বিএনপি ও জামাতের ডাকা হরতাল, অবরোধ মানুষ প্রত্যাখান করেছে। বিএনপি, জামায়াতের সকল ষড়যন্ত্রকে কয়রা থানা শ্রমিক লীগ রুখে দেবে। আগামী নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আমারা লগি, বৈঠা নিয়ে মাঠে থাকব। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে।
বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. রোকনুজ্জামান, ও সাধারন সম্পাদক এস এম আলামিন ,আশরাফুজ্জামান, সিরাজুল ইসলাম, বিল্লাল হোসেন ও শ্রমিক লীগের অন্যান্য নেতাকর্মী বৃন্দ।