তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান গত বৃহস্পতিবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন। দুবাই হয়ে তার কানাডা যাওয়ার কথা রয়েছে। সংসদ সদস্য হিসেবে ক‚টনৈতিক (ডিপ্লোমেটিক) পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে তার। আর এই পাসপোর্ট ব্যবহার করেই তিনি কানাডা গেছেন।
এর আগে সেপ্টেম্বরে এই পাসপোর্ট ব্যবহার করে ভিসা আবেদন করেন এবং ব্যক্তিগত সফরে কানাডা যান মুরাদ হাসান।
এ বিষয়ে একজন সরকারি কর্মকর্তা বলেন, সংসদ সদস্য হিসাবে মুরাদ হাসানের ক‚টনৈতিক পাসপোর্ট রয়েছে। তবে সব সংসদ সদস্য যে ক‚টনৈতিক পাসপোর্ট গ্রহণ করেন বিষয়টি এমন নয়।
উদাহারণ দিয়ে তিনি বলেন, কুয়েতে বাংলাদেশের একজন সংসদ সদস্যকে কারাদÐ দেওয়া হয়েছে এবং ওই সংসদ সদস্য ক‚টনৈতিক পাসপোর্ট গ্রহণ করেননি, বরং সাধারণ (সবুজ) পাসপোর্ট ব্যবহার করছিলেন তিনি।
মুরাদ হাসানের কানাডা সফরের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, অবশ্যই তিনি ভিসা আগে নিয়েছিলেন এবং ওই কারণে তার পক্ষে ওই দেশে যাওয়া সম্ভব হচ্ছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. মুরাদ হাসান। রাত ১১টা ২০ মিনিটের দিকে এমিরেটস এয়ালাইন্সের একটি ফ্লাইটে তার রওনা হওয়ার কথা ছিল। কিন্তু ওই ফ্লাইটটি ছেড়ে যায় রাত ১টার দিকে। দুবাই হয়ে কানাডার পথে আছেন ড. মুরাদ।
কানাডায় মুরাদ
Leave a comment