যশোর প্রতিনিধি : ঝিনাইদহ জেলার কালিগঞ্জ বারোবাজার স্টেশন এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ সদস্যরা। সোমবার বিকেলে যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনাস্থলে হাজির হয়ে এ লাশ উদ্ধার করা হয়।
ইনচার্জ শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচেছ ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করে। বেনাপোল এক্সপ্রেসে কাটা পরে তার মৃত্যু হতে পারে। তিনি আরও বলেন এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। সোমবার রাত পর্যন্তও ওই অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়নি।