কালিগঞ্জ প্রতিনিধিঃ অবশেষে কালিগঞ্জের বাঁশতলা বাজারে নির্মানাধিন অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি), বহুগুনে গুনাম্বিত ব্যাক্তিত্ব ও প্রশাসনের চৌকস কর্মকর্তা মোঃ আজাহার আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর নির্দেশনায় তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে আদালত পরিচালনা করেন বলে জানাগেছে। কথিত ঐ ব্যবসায়ী প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলার বাঁশতলা বাজারে সরকারি জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন বিষ্ণুপুর ইউনিয়নের জয়পত্রকাঠি গ্রামের অরবিন্দ দেবনাথের পুত্র উৎপল দেবনাথ। ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তার আদেশ উপেক্ষা করে তিনি রাতেদিনে অধিক লোকবল লাগিয়ে দ্রুত গতিতে দোকান নির্মাণ কাজ করছিলেন। ইতোমধ্যে পাকা দোকানঘর নির্মান অনেকটাই এগিয়ে যায়। সরকারী যায়গা উদ্ধারে অভিযান পরিচালিত করায় প্রশংসায় ভাসছেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার আজাহার আলী। এসময়ে থানা পুলিশ, বাশতলা বাজার কমিটি, গ্রাম পুলিশ ও গনমাধ্যমকর্মীসহ শতশত মানুষ উপস্থিত ছিলেন।