কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগান বাস্তবায়নে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর কর্তৃক আয়োজনে বিশ্ব নারী দিবস উদযাপিত হয়েছে। ৮ মার্চ সকাল ১০ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মহিলা অধিদপ্তর উপজেলা কর্মকর্তা তাসলিমা খাতুন এর সভাপতিকে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম । এ সময় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন মহিলার সংগঠন ও এনজিও প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।