
কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি’র অথ্যায়নে পারিবারিক পুষ্টি ও অভিযোগ নিস্পত্তি কৌশল খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি সদস্যদের মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ভাড়াশিমলা শীতলাতলা কালিগঞ্জের পাশে বরুন মেম্বরের বাড়িতে খামারিদের প্রশিক্ষণ ও এলএলডিজিস গরুর ভ্যাকসিন দেওয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমানে কালিগঞ্জসহ অন্যান্য স্থানে ব্যাপক হারে গরুর ভাইরাস জনিত ল্যাম্পিং স্কিন ডিজিস ছড়িয়ে পড়ায় এ বিষয়ে খামারিদের করনীয় ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিস্তারিত ধারনা দেন কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের লাইফ স্ট্রোক এ্যাসিসটেন্ট অফিসার ডাঃ আল মামুন জুয়েল।
উপস্থিত ছিলেন রবিউল ইসলাম মুকুল, সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক আল নুর আহম্মেদ ইমন, তপন কুমার সরকার, সাকিল আহমেদ ও শান্তানু শেখর বিশ্বাস। এছাড়াও গ্রামের বিভিন্ন খামারি ও গরু, ছাগল, হাস-মুরগী পালনকারী মহিলারা উপস্থিত ছিলেন।