
মোঃ বাবর আলী, নড়াইল : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন নড়াইলের কালিয়ায় পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম শেখ, উপজেলা যুবলীগের আহ্বায়ক খাঁন রবিউল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন শেখ লিটু, সালামাবাদ ইউপি চেয়ারম্যান মোল্লা মাহবুবুর রহমান, সাবেক চেয়ারম্যান এফ এম শামীম আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ, সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম পান্নুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।