সোহেল আহমেদ, কালিগঞ্জ( ঝিনাইদহ) : যশোরের যস খেজুরের রস। বৃহত্তর যশোরের ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা খেজুর গুড়ের একটু ঐতিহ্যবাহী উপজেলা ছিল। কালের অবর্তমানে খেজুর গাছ আজ প্রায় বিলুপ্তির পথে। সৌখিনতা ও এই পেশায় জনবল সংকটের কারণে খেজুর গাছ কেটে রস গুড় পাটালি তৈরি করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া চারে পাশে ইট ভাটায় খেজুর গাছের ব্যাপক চাহিদা থাকার কারণে উচ্চ মূল্যে খেজুর গাছ চাষিরা ক্রয় করে থাকে। ফলে এই উপজেলাতে আশঙ্কাজনকভাবে খেজুর গাছ কমে যাচ্ছে।
ঐতিহ্যবাহী এই কৃষি শিল্পকে রক্ষা করতে চাষীদের উৎসাহ জোগাতে এক ব্যতিক্রম ধর্মী গাছি সমাবেশের আয়োজন করেছেন কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশন ।
গত সোমবার বিকালে কোলা এলাকার দৌলতপুর ডি কে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সাবেক ইউপি সদস্য শাহজাহান মোল্লা সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিদারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি ও কমিশনার ভুমি শাহিনুর আলম।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি এক পরিসংখ্যানে জানান এই উপজেলাতে ১৪৫০০টি খেজুর গাছ আছে এর মধ্যে রস আহরণ যোগ্য খেজুর গাছের সংখ্যা ১০৮২৫ এতে এবছর ৩ লাখ ৪৬ হাজার ৪০০ মেট্রিক টন রস এবং গুড় পাটালি উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৩.৫ মেট্রিক টন। মোট গাছীর সংখ্যা ১০১৫ জন। এ সময় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ৭০ জন চাষীর মধ্যে দা, ঠুঙ্গি ও কম্বল বিতরণ করা হয়।
কালীগঞ্জে ব্যতিক্রমধর্মী গাছি সমাবেশ অনুষ্ঠিত
Leave a comment