সোহেল আহমেদ, কালিগঞ্জ (ঝিনাইদহ) : সমাজসেবা অফিসের পরিচয় দিয়ে একটি চক্র সারা দেশের ন্যায় ঝিনাইদহ কালীগঞ্জেও বিভিন্ন ভাতা ভোগীদের কাছে ফোন করে তাদের নগদের গোপন পাসওয়ার্ড নিয়ে টাকা তুলে নিচ্ছে। তারা নাম ঠিকানা মোবাইল নম্বর ও প্রতিবন্ধীর ধরন মোবাইলে বলে দিয়ে বিশ্বাস অর্জন করে বলছে আপনার স্মার্ট কার্ড তৈরি হবে আপনার ওটিপি নম্বরটা লাগবে। কোন কোন ক্ষেত্রে বলছে আপনার ভাতা বৃদ্ধি হবে অথবা প্রধান উপদেষ্টার বিশেষ তহবিল থেকে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে পাসওয়ার্ড/ওটিপি নাম্বার এখনই লাগবে সরল সোজা বয়স্ক বিধবা প্রতিবন্ধী সহ বিভিন্ন ভাতা ভোগীদের কাছ থেকে এসব গোপন নম্বর হাতিয়ে টাকা তুলে নিচ্ছে।তাছাড়া ভাতা ভোগিরা নগদের এজেন্ট এর কাছে টাকা তোলার সময় গোপন পিন নাম্বার আর গোপন থাকছে না। এসব জায়গা থেকেও পিন নাম্বার আউট হচ্ছে। ভাতা ভোগিরা প্রতিদিনই এসব অভিযোগ নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে আসছে। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম সত্যতার স্বীকার করে বলেন উনার অফিসে একজন ভাতা ভোগী বসে থাকা অবস্থায় ওই প্রতারক চক্র ফোন করে বলেন আমি কালিগঞ্জ সমাজসেবা কর্মকর্তা বলছি আপনার ভাতার স্মার্ট কার্ডের জন্য নাম ঢাকাতে পাঠাতে হবে আপনার পিন নম্বর এখনই লাগবে। এ সময় ওই ব্যক্তি সমাজসেবা অফিসারের নিকট ফোনটা ধরিয়ে দিলে তিনি ঐ চক্রের সঙ্গে বলেন এবং নিজের পরিচয় দিলেই প্রতারক চক্রটি ফোনটা কেটে বন্ধ করে দেন।সমাজসেবা অফিস থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্রচার মাধ্যমে এই চক্রে কবলে না পড়ার জন্য প্রচার প্রচারণা চালাচ্ছেন বলে তিনি জানান।সমাজসেবা অফিসার আরো বলেন, নগদের দুর্বল সিকিউরিটি এবং অব্যবস্থাপনার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছেন। ব্যাংকের একাউন্ট এর মাধ্যমে ভাটাভোগীদের টাকা দিলে এই প্রতারক চক্র প্রতারণা করতে পারবে না বলে ভুক্তভোগী ও অভিজ্ঞ মহল মনে করেন।