সোহেল আহমেদ, কালিগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় ঝিনাইদহ কালিগঞ্জ থানা বিএনপির উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ হাই স্কুল মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ নুরালি কলেজের প্রিন্সিপাল রাশেদ সাত্তার তরু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঝিনাইদাহ -৪ আসনের বিএনপির মনোনীত প্রত্যাশী প্রার্থী মোঃ আব্দুল হামিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা,ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন।