
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাবেক সমাজসেবা অফিসার ও বর্তমান বাগেরহাট জেলা সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার শেখ সহিদুর রহমানের বিরুদ্ধে এক প্রতিবন্ধীর নামে বরাদ্দকৃত ট্রাই সাইকেল বাবদ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী আলমগীর কবির, কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের আবুল কাসেমের পুত্র। তিনি বলেন, ভিক্ষুক পুনর্বাসন খাত থেকে তার নামে বরাদ্দকৃত ৩০ হাজার টাকা তিনি পাননি।
এ ঘটনায় তিনি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় পরিচালক ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। আলমগীর কবিরের আবেদনে উল্লেখ করা হয়, ২০ অক্টোবর ২০২৪ তারিখে ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্পের আওতায় সমাজসেবা অফিস থেকে তার নামে ট্রাই সাইকেল ক্রয়ের জন্য ৩০ হাজার টাকা পাশ করা হয়। তবে তার হাতে টাকা না দিয়ে সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান ওই অর্থ আত্মসাৎ করেন। যদিও পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ২৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সাতক্ষীরা থেকে প্রাপ্ত একটি ট্রাই সাইকেল তাকে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগীর দাবি, “আমি একজন প্রতিবন্ধী মানুষ। সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান আমার প্রাপ্য ৩০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। আমি সেই টাকা ফেরত চাই এবং তার অনিয়ম-দুর্নীতির বিচার দাবি করছি।” এছাড়া অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধিদের ম্যানেজ করে তিনি সাতক্ষীরা শহরের কলেজ রোড এলাকায় একটি আলিশান বাড়ি নির্মাণ করেছেন। গত ৫ আগস্ট তাকে শ্যামনগর উপজেলায় বদলি করা হলেও স্থানীয় জনরোষের মুখে সেখানে যোগদান করতে পারেননি। পরে তাকে বাগেরহাটে প্রবেশন অফিসার হিসেবে পদায়ন করা হয়।
অভিযোগের বিষয়ে সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান বলেন, “ভিক্ষুক পুনর্বাসন খাতের বরাদ্দকৃত ৩০ হাজার টাকা আমি আলমগীর কবিরের মায়ের হাতে দিয়েছি। এছাড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে প্রাপ্ত ট্রাই সাইকেল তার হাতেই তুলে দেয়া হয়েছে।”