জন্মভূমি ডেস্ক : নীলফামারীর ডোমার উপজেলায় দশম শ্রেণির ছাত্রী আনোয়ারা বেগমের বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে শতাধিক যাত্রীসহ তিতুমীর এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার দুপুরে আড়াইটার দিকে এই ঘটনা ঘটে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা হাজিপাড়ার রউফ সাহেবের ঘুণ্টি এলাকায়।
দশম শ্রেণির ছাত্রী আনোয়ারা বেগম বলে, ‘দুপুর আড়াইটার সময় আমি বাড়ির পাশে রেললাইন দিয়ে হাঁটছিলাম। পরে দেখতে পাই রেললাইনে বড় ফাটল। আমি প্রথমে আমার নানিকে জানাই। তারপর রেললাইনে ফাটল ধরেছে বলে চিৎকার দিলে আশপাশের মানুষ ছুটে আসে। এসময় চিলাহাটি হতে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি এলে আমরা লাল চাদর দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেই।’
রেললাইন পাহারাদারের দায়িত্বে থাকা আনসার ভিডিপি পিসি মো. মশিয়ার রহমান জানান, রেললাইনের ফাটল দেখতে পেয়ে আমরা দ্রুত কর্তৃপক্ষকে জানাই।
রেলওয়ের মিস্ত্রি সিএস সবুজের দায়সারা উত্তর, শীতকালে রেললাইন সংকুচিত হয়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিচ্ছে।
ডোমার রেল স্টেশনের মাস্টার বাবু হোসেন বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর জানার পর, পিডাব্লিউডিকে অবহিত করি। পরে তাদের মিস্ত্রিরা ঘটনাস্থলে আসে। এরপর তিতুমীর ট্রেনের লোকো মাস্টারকে ১০ কিলোমিটার গতিতে ট্রেনটি চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর ট্রেনটি নিরাপদে গন্তব্যের উদ্দেশ্য রওনা দেয়।