
আশাশুনি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কুল্যা ইউনিয়ন শাখার সদ্য ঘোষিত কমিটির ২৪ সদস্য লিখিত ভাবে পদত্যাগ করেছেন। তারা তাদের লিখিত পদত্যাগপত্র বুধবার (৫ জুলাই) উপজেলা কমিটির বরাবর প্রেরণ করেছেন।
সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহবায়ক ইব্রাহিম গাজী ও আব্দুল ওহাব জানান, তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে আওয়ামী পরিবারের সদস্যকে সদস্য সচিব করে উপজেলা নেতৃবৃন্দ তাদের পছন্দমত পকেট কমিটি দিয়েছেন। যারা হামলা মামলা মাথায় নিয়ে দীর্ঘদিন মাঠে আছে, দলের দুঃসময়ে তারেক জিয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তাদেরকে অবমূল্যায়ন করে দেয়া কমিটির প্রতি আমরা অনাস্থা এনে ঘোষিত কমিটির ৩১ সদস্যের মধ্যে ২৪ জন পদত্যাগ করেছি। যদি ২৪ ঘন্টার মধ্যে দাবী পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানান। উপজেলা বিএনপি সভাপতি/সাধারণ সম্পাদক, আহবায়ক/সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্রে (জেলা নেতৃবৃন্দকে অনুলিপিসহ) স্বাক্ষর করেছেন, যুগ্ম আহবায়ক ইব্রাহিম খলিল, লুৎফর রহমান, শাহাবুদ্দীন সরদার, আলী মোর্তজা বাবু, আব্দুল ওহাবসহ ২৪ জন সদস্য।