কুষ্টিয়া প্রতিনিধি: সকাল সাড়ে দশটার সময় কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিদর্শনে আসেন কুষ্টিয়ার জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো: এহতেশাম রেজা।
দিনার কর্মসূচিতে শুরুতেই তিনি তিনটা শিক্ষাপ্রতিষ্ঠান ( শোমসপুর উচ্চ বিদ্যালয়, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ এর বিভিন্ন কার্যক্রম এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। শোমসপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম সারেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক মহোদয়। এসময় শোমসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন খান ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে খোকসার বিভিন্ন দপ্তর পরিদর্শনে দুটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। শোমসপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কর্তৃক বিনামূল্যে বিভিন্ন শাক সবজির বীজ বিতরণ উদ্বোধন করেন। এর পর শোমসপুর ভূমি অফিস পরিদর্শন করেন।
এছাড়াও শোমসপুর ইউনিয়নে দুটি কমিউনিটি ক্লিনিক সেন্টার প্রদর্শন করেন।
সবিশেষ উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম ও সরকারের বিভিন্ন রেভিনিউ বৃদ্ধি করা যায় সে বিষয়ে যুগান্তকারী নির্দেশনা প্রদান করেন ভূমিক কর্মকর্তাদের সাথে।
বিকেলে যাবার আগে উপজেলা পরিষদের নতুন ভবনে বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা করেন।
আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কিভাবে ত্বরান্বিত করা যায় সে সকল বিষয়ে জেলা প্রশাসক মো: এহতেশাম রেজা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে বিকাল সারে ৪ টার সময় খোকসা উপজেলা ত্যাগ করেন।
এসময় সাংবাদিকদের এক প্রস্থের জবাবে জেলা প্রশাসক মো: এহতেশাম রেজা বলেন, জনগণের সেবক হিসাবে আমাদের প্রত্যেক দপ্তরের দায়িত্ব সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। আর সেই কাজটি তত্ত্বাবধান করতেই আবার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে আসা।
তবে আমি আশা করি খোকসাবাসী আগামীতে আরো উন্নত জীবনযাপন করতে পারবেন নিজেদের মধ্যে।
ছবিতে শোমসপুর আশ্রান্ত প্রকল্পের বাসিন্দাদের মাঝে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে শাকসবজি ও ফলগুলোর বীজ বিতরণ করছেন জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তা।