কুষ্টিয়া প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১২ নভেম্বর বিকাল ৪ টার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন জেলখানা মোড় হতে হাউজিং নিশানমোড় পাকা রাস্তা উত্তর পার্শ্বে কালিশংকরপুর এলাকাস্থ মোছাঃপিয়ারা বেগম,(হোল্ডিং নং-০৮)এর উত্তর ভিটির দক্ষিণ দুয়ারী ০৩ (তিন) তলা বিল্ডিং বাড়ির ২য় তলার ভাড়াটিয়া মোঃনাসিম উদ্দিন (৪৩) এর ভাড়াকৃত দখলীয় ০৪ (চার)কক্ষ বিশিষ্ট বসতঘরের উত্তর পূর্ব কর্ণারের শয়নকক্ষের ভিতর পূর্ব পার্শ্বে রাখা একটি কাঠের ওয়ারড্রপের নিচের ড্রয়ারের ভিতর বিশেষভাবে তৈরিকৃত চেম্বারের মধ্যে হতে আলামত এক হাজার ছয়শত পিচ ইয়াবা উদ্ধার করে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ” সার্কেলের অভিযানিক দল।আসামীর নাম ও ঠিকানাঃমোঃনাসিম উদ্দিন(৪৩) (গ্রেফতার),জাতীয় পরিচয়পত্র নং-৫৫১৬৩৬৭৬৪৫, পিতাঃ মোঃমোতালেব হোসেন,মাতাঃমোসা:নাসিমা খাতুন,বর্তমান সাং-কালিশংকরপুর,মোছাঃ পিয়ারা বেগমের বাড়ীর ভাড়াটিয়া, হোল্ডিং নং-০৮,থানা ও জেলা-কুষ্টিয়া।স্থায়ী সাং-সুলতানপুর,ডাকঘর-মিরপুর, মিরপুর পৌরসভা,থানা-মিরপুর,জেলা-কুষ্টিয়া।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তি মাদক ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা সঙ্গীয় ফোর্সগন মোঃইমরান হোসেন,মোঃনুরুন্নবী,মোঃজাহিদুল ইসলাম এর সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে সফলভাবে অভিযান সম্পন্ন করেন।গ্রেফতারকৃত আসামী নাসিম উদ্দিন(৪৩)অবৈধ মাদকদ্রব্য এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সনের ৩৬ (১)সারণির ক্রমিক নং ১০(ক) ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ করায় উল্লেখিত ধারায় আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানাতে একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।মামলা নং-৩০,তারিখ-১২/১১/২০২৩।এ বিষয়ে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর”খ” সার্কেলের পরিদর্শক মাহবুবা জেসমিন রুমার কাছে জানতে চাওয়া হলে তিনি ঢাকা নিউজলাইনকে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় এর সুরক্ষা শাখা ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর”খ” সার্কেল রেইডিং টিম সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমার দায়িত্বপ্রাপ্ত এলাকা মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষনেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে।