জন্মভূমি ডেস্ক
কুষ্টিয়ার মিরপুরে ট্রলিচাপা পড়ে তন্ময় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের বাহারপুর ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়াচর গ্রামের কালুর ছেলে।
কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী জানান, সকালে কয়েকজন যুবক স্যালো ইঞ্জিনচালিত ট্রলিতে মাটি কাটার জন্য ইটভাটায় যাচ্ছিল। পথে বাহারপুর ব্রিজের কাছে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এসময় ট্রলির নিচে চাপা পড়ে তন্ময় ঘটনাস্থলেই নিহত হন।