কুষ্টিয়া প্রতিনিধি : কুমারখালীর একটি আম বাগান থেকে সৌদি আরব প্রবাসী যুবক হযরত আলী (৩৩) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামের মোঃ টুটুল ভেরোর আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রবাস ফেরত মোঃ হযরত (৩৩) উপজেলার যদুবয়রা ইউনিয়নের দণি ভবানীপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে। প্রায় এক মাস আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। তিনি ঝিনাইদহ জেলার কণ্যাদায় গ্রামের আব্দুল লতিফের মেয়ে মোছা. নিলা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর স্বামী- স্ত্রী দুজনেই সৌদি আরব ছিলেন। ।
নিহতদের স্বজনদের দাবি, হযরতকে পরিকল্পিতভাবে হত্যা করে আমবাগানে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
জানা গেছে, লাহিনীপাড়ায় সাধু মোঃ টটুল ভেরোর আস্তানার পিছনের আমবাগানে একটি গাছের সাথে গলায় পড়া মাফলারে সাথে একটি মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত যুবকের বাবা আব্দুল হান্নান বলেন, আমার ছেলে মাস খানেক আগে দেশে ফিরে শ্বশুর বাড়িতে উঠেছিল। পারিবারিক কলহের কারণে ছেলে আমার বাড়ি থাকেনা। তেমন যোগাযোগও ছিলোনা। সকালে খবর পেয়ে টুটুল সাধুর আমবাগানে এসে ছেলের লাশ পেয়েছি। তাঁর দাবি, শ্বশুর বাড়ির লোকজন ও স্থানীয়রা মিলে তাঁর ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।
নিহতের ভাই তুষার বলেন, হযরতের স্যালক নয়ন গত রবিবার মুঠোফোনে ভাইকে হত্যার হুমকি দিয়েছিল। সোমবারে লাশ পেলাম। ভাই আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের বিচার দাবি করেন।
কুমারখালী থানার উপ পরিদর্শক মো. ইমদাদুল হক জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।