হুমায়ুন কবির, কুষ্টিয়া : সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত বিএনপি-জামাতের ধ্বংসযজ্ঞের জনতা প্রতিরোধ করবে। দেশ যখন উন্নয়নের রোল মডেল হয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ঠিক তখনই আগুন সন্ত্রাস বিএনপি জামাত জোট ঐক্যবদ্ধহয়ে দেশের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। দেশের ঐক্যবদ্ধ আমজনতা এ সকল ধ্বংসযজ্ঞের প্রতিরোধ গড়ে তুলে প্রতিহত করবে।
সোমবার সকাল ১১ টায় কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ও বেতবাড়িয়া ইউনিয়ানের এলজিইডির আওতায় প্রায় ১২ কিলোমিটার সড়কের কার্পেটিং উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ৭৮ কুষ্টিয়া -৪ ( কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এ কথা বলেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আল মাছুম মোর্শেদ শান্ত, উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, কুষ্টিয়া এলজিডি কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও খোকসা উপজেলা এলজিডি কর্মকর্তা আরিফউদ্দৌলা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০২৩-২৪ অর্থবছরের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উন্নয়ন অবকাঠামোর আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স প্রাইভেট লিমিটেড কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর থেকে এক্তারপুর বাজার জিসি ও বনগ্রাম থেকে কাতলাগাড়ী ১১.৫৬৫ কিলোমিটার সড়কের কার্পেটিং ও মেরামত কল্পে ১৬ কোটি ২০ লক্ষ ৪১১ টাকায় প্রকল্পের কাজের দরপত্র আহ্বান করা হয়। আগামী ৮/৯/২০২৫ ইংরেজি তারিখ পর্যন্ত এ কাজের সমাপ্ত হবে বলে জানান হয়েছে।