কুষ্টিয়া প্রতিনিধি: “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২ জানুয়ারী) সারা দেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট প্রতিবন্ধী কার্ড বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমান।
র্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুস্তাফিজুর রহমান ও সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ।
সমাজ সেবা অফিসের স্বেচ্ছাসেবী সংগঠনের সার্বিক সহযোগিতায় দিবস কি পালনে সমাজসেবা অফিস থেকে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা সমাজসেবা অফিসে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে প্রতিবন্ধীস্মার্ট কার্ড বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, জাতির বৃহৎ একটি অংশ প্রতিবন্ধীতা নিয়ে জন্মগ্রহণ করেন। তারা আমাদেরই আপন জন। আমাদের এই পরিবারের সদস্য তারা কখনো সমাজের প্রতিবন্ধকতা নায়। বরঞ্চ তাদেরকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় এবং সঠিকভাবে প্রশিক্ষণ প্রদান করা যায় তারা আমাদের জাতীয় সম্পাদ হিসেবে গৃীহিত হবে। আসুন তাদের ন্যায্য অধিকার আমরা সমাজের প্রত্যেকটি স্তরে তাদেরকে দিতে সদা প্রস্তুত থাকি। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিবন্ধীরা উপজেলা সমাজসেবা অফিসে উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ার খোকসায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
Leave a comment