
কুষ্টিয়া প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন প্রান্তে বিজিবি পরিদর্শন করছেন। শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ও স্পর্শকাতর স্থানে বিজেপির গাড়ি টহল দিচ্ছে বলে জানা গেছে।
কুষ্টিয়ার ৪ আসনে নির্বাচনে কে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী সমর্থক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে বেশ কয়েকটি ভাঙচুর অগ্নিসংযোগ ও গোলমাল অনুষ্ঠিত হয়েছে। এরপর প্রেক্ষিতে নির্বাচন কমিশনার শান্তিপূর্ণ ওসহ অবস্থানের নির্বাচন পরিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবি মোতায়ন করেছে।
রবিবার বেলা ২ টার সময় পৌর বাজারে সড়ক দিয়ে বিজেপির গাড়ি এভাবে দখল দিয়ে যাচ্ছিল।
উল্লেখ্য বিজেপির টহলগাড়ির সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি গাড়ি মতান রয়েছে।