
তালা প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির উপ-ক্রীড়া সম্পাদক তামান্না তানজিনা তমাকে তার নিজের উপজেলায় ছাত্রলীগের পক্ষ থেকে এক সংবর্ধণা দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা ছাত্রলীগ এ সংবর্ধনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মীর জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মোঃ সুমন হোসেন, ফারদীন এহসান দীপ, শেখ সাদী প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক তামান্না তানজিনা তমা বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে ছাত্রলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। সংগঠন শক্তিশালী করতে ঐক্যের কোন বিকল্প নেই।
তিনি বলেন, ছাত্রলীগ হবে একটি সুশৃংঙ্খল সংগঠন। এ সংগঠনে কোন দ্বিধাদ্বন্দ্ব থাকলে চলবে না। ছাত্রলীগ নেত্রী তামান্না তানজিনা তমা বলেন, শেখ হাসিনার হাতে দেশের রাষ্ট্রক্ষমতা থাকলে মানুষ নিরাপদে থাকে, উন্নয়ন হয়। সরকারের দেশব্যাপী উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের কাছে পৌছে দিতে ছাত্রলীগ নেত্রী তমা দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-ক্রীড়া সম্পাদক তামান্না তানজিনা তমা গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে সড়ক পথে উপজেলার কুমিরায় পৌছুলে তাকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমুন হোসেন ও উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ফারদিন এহসান দীপ দলীয় নেতা-কর্মীদের নিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলের পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান যুবলীগ নেতা-কর্মীরা। পরে মোটরশোভাযাত্রা করে তালা শিল্পকলা একাডেমিতে সংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে যান।