
হারুনার রশীদ বুলবুল, কেশবপুর : কেশবপুর ৩২ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক শাহিনুর ইসলাম শাহিন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক শেখ আব্দুল বাতেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আজ ২৮ নভেম্বর বিকেলে উপজেলার বগার মোড় এলাকায় অভিযান চালিয়ে শেখ মঞ্জুরুল ইসলাম (৩২) কে ৩২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। সে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের শেখ জাফর আলীর ছেলে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয় এবং আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয় টি কেশবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম নিশ্চিত করেন।