
কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয় শুক্রবার ৫ জুন সন্ধ্যা সাতটায় পৌর বাড়ি মালিক সমিতির অফিস কক্ষে। পৌর বাড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান। সভাপতি তার বক্তব্যে
কেশবপুর পৌর বাড়ি মালিক সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিষাদ ভাবে আলোচনা করেন।
পৌরসভার বাড়ির মালিকদের গণতান্ত্রিক অধিকার, সামাজিক নিরাপত্তা, মালিকদের স্বার্থরক্ষা, সকল প্রকার নাগরিক সুবিধা, শান্তি ও সম্মানের সাথে বসবাস করা, নিবন্ধন সনদ, নাগরিক সনদ, ওয়ারেশ কায়েম সনদ, মুত্যু সনদ ও বিভিন্ন প্রকার নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে পৌরসভা কর্তৃক যাতে সে জন্য পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান করা।পৌর বাড়ীর মালিকদের হোল্ডিং ট্যাক্স নির্ধারণের আগে পৌর মেয়রের সাথে বাড়ী মালিক সমিতি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা। পৌর বাড়ীর মালিকরা পৌরসভা কর্তৃক বিভিন্ন প্রকার হয়রানির শিকার হয় এসকল হয়রানি যেন না হয় সে জন্য বাড়ী মালিক সমিতির উদ্যোগে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান করা। । পৌর বাড়ীর মালিক সমিতি পৌরসভার ৯টি ওয়ার্ডের রাস্তা, ড্রেন, কালভার্ট, ব্রিজ, লাইট ব্যবস্থা, বিশুদ্ধ পানি, সাপ্লাই পানি, পানি নিষ্কাশণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থাসহ সকল প্রকার নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে অসঙ্গতীপূর্ণ দিকগুলি পৌর কর্তৃপক্ষকে অবহিত করণ এবং বাস্তবায়নে সহযোগিতা করা।
পৌর বাড়ির মালিকদের বিদ্যুৎ বিলসহ বিদ্যুৎ বিলের বিভিন্ন প্রকার সমস্যা, অনিয়মে লাইন কাটা ও যাবতীয় সমস্যা নিরসনে সমিতির উদ্যেগে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করা। পৌর বাড়ীর মালিক সমিতির উদ্যোগে, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজগঠনে বলিষ্ঠ ভূমিকা রাখা। পৌর বাড়ীর মালিকরা যাতে অন্যায় ভাবে প্রশাসনিক হয়রানি না হয়, সে বিষয়ে বাড়ী মালিক সমিতির উদ্যেগে প্রশাসনের সাথে আলোচনা করে সমাধান করা। পৌর বাড়ীর মালিকদের ভবন বা প্রতিষ্ঠানে আগুন ধরলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে অবহিত করে বাড়ীর মালিকদের সাথে নিয়ে আগুন নিভানোর কাজে সহযোগিতা করা। পৌর বাড়ীর মালিকদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সহযোগিতা করা। পৌর বাড়ীর মালিকদের ছেলে-মেয়েদের লেখা-পড়া, খেলা-ধুলা ও বিভিন্ন সাংস্কৃতি চর্চার ক্ষেত্রে ভূমিকা রাখা।
বাড়ীর মালিকদের বাড়ীতে চুরি, ডাকাতিসহ অন্যায় ভাবে কোন প্রকার ক্ষতি হলে প্রশাসনকে অবহিত করে আইনগত ব্যবস্থার সহযোগিতা করা। পৌর বাড়ীর মালিকদের সন্তানাদিকে মাদক মুক্ত রাখা ও কিশোর গ্যাং তৈরি না হয় তার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখা। পৌর বাড়ীর মালিকদের জন্য আধুনিক পৌর শিশু পার্ক তৈরি করার জন্য মেয়রের সাথে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা।
পৌর বাড়ীর মালিকদের ভাড়াটিয়া নিয়ে বিভিন্ন প্রকার সমস্যা তৈরি হয় সে বিষয়গুলো বাড়ীর মালিক সমিতির উদ্যেগে আলোচনা করে সমাধান করা। পৌর বাড়ীর মালিক সমিতির উদ্যোগে জাতীয় দিবস উদ্যাপন করা। কেশবপুর পৌরসভার সকল প্রকার উন্নয়ন মূলক কাজে পৌর বাড়ীর মালিক সমিতির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা সহ বিভিন্ন বিষয় আলোচনায় তুলে ধরেন। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর বাড়ি মালিক সমিতির সহ-সভাপতি প্রভাষক শহিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ হারুনা রশিদ বুলবুল, সহ-সভাপতি সেলিম রেজা,সহ-সভাপতি আজিজুল ইসলাম, প্রভাষক শাহাজান , গোলাম ফারুক বাবু, মোঃ আয়িদ হোসেন, মোঃ ইউসুফ।যুগ্ম-সাধরণ সম্পাদক সহকারী শিক্ষক মোঃ আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সম্পাদক শিক্ষক খাইরুল আলম, একতারুল আলম, কেশবপুর পৌর বাড়ির মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ডাবলু সহ-সাংগঠনিক সম্পাদক শাহাজান। সহ-সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুল মমিন সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জলিল। সহ সংগঠনিক মোহাম্মদ মোজাফফার ও ফারুক সম্পাদক দপ্তর সম্পাদক মোঃ আবু সালেহ মাসউদ হাসান প্রমুখ।