কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার ইমাননগর গ্রামে দরিদ্র উপকারভোগীদের নিয়ে গাভী পালনের উপক দক্ষতা উন্নয়ন বিষয়ক একদিনের একটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে ১৮ নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে ও সমাধান সংস্থার বাস্তবায়নে ২০২৩-২৪ অর্থবছরের বিশেষ বরাদ্দের আওতায় ১ম মেয়াদে “গাভী পালন কর্মসূচি প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ আয়োজন করা হয়। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। সহকারী হিসেবে ছিলেন সিনিয়র ম্যানেজার মোঃ মুনছুর আলী। প্রশিক্ষণে গাভী পালনের সুবিধা, গাভীর বিভিন্ন জাত ও বৈশিষ্ট্য, পরিস্কার-পরিচ্ছন্নতা, যত্ন ও সংরক্ষণ, বাসস্থান, দানাদার খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন ব্যবস্থা, বিভিন্ন রোগ, প্রতিরোধ ও প্রতিকার, লাভজনকভাবে গাভী পালন, টিকা প্রদান ও কৃমিনাশক বড়ি খাওয়ানোর নিয়ম, বিক্রি ও বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ের উপর অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারনা প্রদান ও এ বিষয়ে উৎসাহিত করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপকারভোগীদের মধ্য হতে রুমিচা বেগম ও আরিফা বেগম। প্রশিক্ষণ শেষে ১ টি করে গাভী ক্রয় বাবদ ৭ জন দরিদ্র উপকারভোগীকে ৪১,৪০০ টাকা করে মোট ২,৮৯,৮০০ টাকা নগদ অনুদান প্রদান করা হয়। এই প্রশিক্ষণে উপকারভোগীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেশবপুরে গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত
Leave a comment