কেশবপুর প্রতিনিধি : যশোর-৬ (কেশবপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী এমপি শাহীন চাকলাদারের নির্বাচনী প্রচারণায় অগ্রসেনানীর ভূমিকা পালন করছেন তরুণ ও যুবকরা। তারা অতন্ত্র প্রহরীর মত নৌকার পক্ষে কাজ করছেন। নৌকা প্রতীকের প্রার্থী এমপি শাহীন চাকলাদার দলীয় নেতা-র্মীদের সাথে নিয়ে গত শুক্রবার সরাদিন কেশবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে ও মজিদপুর ইউনিয়নের ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরেছেন নৌকার প্রার্থী শাহীন চাকলাদার।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউল হাসান হ্যাপী, রেজাউল, শেখ এবাদত সিদ্দিক বিপুল, কার্ত্তিক চন্দ্র সাহা, পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, নাছির উদ্দীন, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর কামাল খান প্রমুখ। অপরদিকে সন্ধ্যায় উপজেলার মজিদপুর ইউনিয়নের দেউলী বাজার, আটন্ডা-শ্রীফলা বাজার, শ্রীরামপুর বাজারসহ কয়েকটি স্থানে নৌকা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন।