জন্মভূমি রিপোর্ট : দেশব্যাপী ব্যাপকহারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা সোমবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিস কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি’র সহযোগিতায় সিটি কর্পোরেশনের ভেটেরিনারী দপ্তর এ সভার আয়োজন করে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন প্যানেল মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অপারেশন প্ল্যানের জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে দেশের সকল জেলায় ৩ রাউন্ড এমডিভি কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর, সিটি কর্পোরেশনের ভেটেরিনারী দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আগত শতাধিক জনবল মাঠ পর্যায়ে এ কার্যক্রম পরিচালনা করবে। কার্যক্রমের আওতায় সারাদেশে ইতোমধ্যে প্রায় ২৫ লক্ষ ৩৩ হাজার ডোজ জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় খুলনা মহানগরী এলাকায় আগামী ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত ৩য় রাউন্ড কুকুরের ঠিকাদান কর্মসূচি পরিচালিত হবে বলে সভায় জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্যানেল মেয়র সদস্য মেমোরী সুফিয়া রহমান শুনু, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, ডা. অরুণ কান্তি মন্ডল ও রতন কৃষ্ণ রায়। কুকুরের ভ্যাক্সিনেশন বিষয়ে প্রতিবেদন তুলে ধরেন এমডিভি এক্সপার্ট ও ভেটেরিনারিয়ান ডা. মো: কামরুল ইসলাম এবং সভা পরিচালনা করেন কেসিসি’র ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস।
অন্যান্যের মধ্যে কাউন্সিলর এস এম মোজাফ্ফর রশিদী রেজা, জেড এ মাহমুদ ডন, ইমাম হাসান চৌধুরী ময়না, আশফাকুর রহমান কাকন, মো: হাফিজুর রহমান মনি, মো: মনিরুজ্জামান, মুন্সী আব্দুল ওয়াদুদ, কাজী তালাত হোসেন কাউট, এমডি মাহফুজুর রহমান লিটন, মো: ডালিম হাওলাদার, শেখ মোহম্মদ আলী, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, শাহিদা বেগম, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, মাহমুদা বেগম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদারসহ ওয়ার্ড অফিসের সচিবগণ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।