
মোংলা প্রতিনিধি : বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, এক শ্রেনীর মানুষ সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা মোংলা-রামপালের উন্নয়নে অপব্যখ্যা করছে। কিন্তুকোনটা ঠিক আর কোনটা ভুল সেটা জনগণ অনুধাবন করতে পারবেন।
মঙ্গলবার মোংলা পৌর শহরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশ প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সাধারণ জনগণ জানেন আমি কি ধরণের মানুষ, তবে দলের গুটি কয়েক মানুষ অপপ্রচার চালাচ্ছেন। আমি তাদের সম্পর্কে কোন মন্তব্য করতে চাইনা। বিগত সময়ে যে সকল কাজ করেছি ও বর্তমানেও যা করে যাচ্ছি তাতে আমি কোন ধরণের অসদুপায় অবলম্বন করিনি। এটাই আমার কাছে সবচেয়ে বড় অর্জন।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাগেরহাট-৩আসনে (মোংলা-রামপাল) অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। তাই আগামী নির্বাচনে হাবিবুন নাহারকে আবারো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান তারা।
সমাবেশে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, কামরুন নাহার হাই, শেখ আব্দুস সালাম, কামরুজ্জামান জসিম, ইস্রাফিল হাওলাদার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, কবির হোসেন, সরবরিয়া খানম দরিয়া, বেল্লাল হোসেন, মোঃ আহাদুল শেখ, ওমর ফারুক সেন্টুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
উন্নয়ন সমাবেশে পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে হাজার হাজার নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমবেত হন পৌরসভার সামনে। তাদের হাতে শোভা পাচ্ছিল মোংলা-রামপালের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ছবি সম্বলিত প্লেকার্ড।