জন্মভূমি রিপোর্ট : খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষকের নিয়োগ সংক্রান্ত জটিলতা সমাধান, ৩৯ শিক্ষকের পদোন্নতি নিশ্চিত করা ও তাদের অর্থনৈতিক ক্ষতিপূরণ দাবিতে একাডেমিক, ডিন ও বিভাগীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন সকল শিক্ষকরা। একই সঙ্গে কর্মবিরতি পালন করেছেন তারা। সোমবার সকালে বিক্ষুব্ধ শিক্ষকদের কর্মবিরতি চলাকালে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কার্যালয়গুলোতে তালা ঝুলিয়ে দেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আশিকুলআলম।
তিনি বলেন, পুনর্মূল্যায়ন কমিটি ৭৩জন শিক্ষকের সকল ফাইল ও নিয়োগের বৈধতা যাচাই করেছে। দুই মাস ধরে প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পড়ে আছে। যার ফলে আমরা প্রতিনিয়ত সামাজিক ভাবে হেয় প্রতিপন্নসহ আর্থিক ভাবে ক্ষতিগ্রন্ত হচ্ছি। এ সমস্যার প্রেক্ষিতে দীর্ঘ ১১ মাস স্থগিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন প্রভাষকের পদোন্নয়ন।
গত ৮ অক্টোবর থেকে কর্ম বিরতিতে আছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ। গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৭৩জন শিক্ষকের নিয়োগ সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালনন করে শিক্ষক সমিতি। অবিলম্বে ৭৩ জন শিক্ষকের নিয়োগ সংক্রান্ত জটিলতা নিরসনসহ বিশ্ববিদ্যালয়ের ৩৮ জন শিক্ষকের পদোন্নতি নিশ্চিত করা ও তাদের অর্থনৈতিক ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য শিক্ষকবৃন্দ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষনা করেন। এর পর থেকে এখন পর্যন্ত স্থগিত আছে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা। গত বছরের ৩ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয় শিক্ষামন্ত্রণালয় যা পরে একটি বিশেষ কমিটির মাধ্যমে পূর্ণমূল্যায়ন করা হয়।
খুকৃবি শিক্ষক সমিতির সভাপতি মো. আসাদুজ্জামান জানান, কয়েকজন ব্যক্তি এ জটিলতা সৃষ্টির জন্য দায়ী। আমাদের ৩৯ শিক্ষকের পদোন্নয়ন হচ্ছেনা এ জটিলতার জন্য। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা আমাদের এ সমস্যাটা আমলে নিচ্ছেন না। আমাদের দাবি অবিলম্বে আদায় না হলে আগামীতে প্রশাসন ভবনে তালা ঝুলানোসহ আমরণ অনশন কর্মসূচিতে যাব আমরা। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক একযোগে কর্মবিরতিতে যাওয়ায় স্থবির হয়ে আছে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। এই পরিস্থিতি দীর্ঘ হলে সেশনজট হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বলে আশংকা করা হচ্ছে।