খুবি প্রতিনিধি : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) তিন দিনব্যাপী “ফুড সিস্টেম্স ইয়ুথ লিডারশিপ প্রশিক্ষণ” সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি তরুণদের খাদ্য ব্যবস্থাপনা ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়েছিল।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ। টুওয়ার্ডস সাসটেইনেলিবিটির ফাউন্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর নুসরাত জাহান জুহি’র সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন গ্রিনম্যান এর সভাপতি ইমরান রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুওয়ার্ডস সাসটেইনেবিলিটির মোঃ শাহাজাদা।
স্কেলিং আপ নিউট্রিশন (সান) ও গ্লোবাল অ্যালাইন্স ফর ইমপ্রুফড নিউট্রিশন (গেইন) এর উদ্যোগে এবং টুওয়ার্ডস সাসটেইনেবিলিটি, টুওয়ার্ডস সাসটেইনেবিলিটি খুলনা ইউনিভার্সিটি নেটওয়ার্ক, গ্রিনম্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সার্বিক সহযোগিতায় তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
আয়োজক কমিটি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক, পরিবেশবান্ধব কৃষি, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই খাদ্য উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জেনেছে। পাশাপাশি নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তার দক্ষতা অর্জন করেছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। আয়োজকরা আশাবাদী, প্রশিক্ষিত তরুণরা বাংলাদেশে টেকসই খাদ্য ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখবে।