
বিজ্ঞপ্তি : বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নির্বাহী পরিষদের এক সভা অদ্য শনিবার বেলা ১১টায় সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামানের সভাপতিত্বে ও মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৫ এপ্রিল খুলনা জেলার ১৪২তম প্রতিষ্ঠা দিবস জাঁকজমকপুর্ণভাবে পালন করার জন্য সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, মেয়র তালুকদার আব্দুল খালেক, শেখ আশরাফ উজ জামান সমন্বয়কারী ও শেখ মোহাম্মদ আলীকে সদস্য সচিব করে উদযাপন কমিটি ও বিভিন্ন উপ-কমিটি গঠনসহ “খুলনা দিবস” সফল করার জন্য ব্যপক কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় খুলনা দিবসের কর্মসূচি উদ্বোধন শেষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা, স্মরণিকা প্রকাশ, সম্মাননা প্রদান, দুপুরে মেজবানী, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সভায় খুলনা দিবসের কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকল শ্রেনি-পেশার মানুষকে অংশগ্রহণ করার আহবান জানানো হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার, এড. কুদরত-ই-খুদা, জোবায়ের আহমেদ খান জবা, মামুনুরা জাকির খুকুমনি, মোঃ মনিরুজ্জামান রহিম, এড. হাফিজুর রহমান হাফিজ, মিনা আজিজুর রহমান, মাস্টার মনিরুল ইসলাম, এস.এম ইকবাল হোসেন বিপ্লব, সরদার রবিউল ইসলাম রবি, রসু আক্তার, অধ্যাপক মোঃ আজম খান, প্রকৌশলী রফিকুল আলম সরদার, মোঃ খলিলুর রহমান, হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, মোঃ ইলিয়াস মোল্লা, আফজাল হোসেন রাজু, বিশ্বাস জাফর আহমেদ ও প্রমিতি দফাদার প্রমুখ।