
জন্মভূমি রিপোর্ট : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ)’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম অনুমোদিত নকশা গ্রহণকারী ও নকশা প্রণয়নকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মালিকদের সাথে মতবিনিময় করেন। সোমবার বেলা ১১টায় কেডিএ মিনি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়।
কেডিএ চেয়ারম্যান তার বক্তৃতায় ইমারত নির্মাণ আইন, বিধিমালা ও সেটব্যাক বিধি মেনে আধুনিক খুলনা শহর বিনির্মানে সকলের সহযোগীতা ও অংশগ্রহনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এ সময়ে তিনি আটচল্লিশ জন সেবা গ্রহণকারী নকশা আবেদনকারীর কাছে অনুমোদিত নকশার কপি তুলে দেন।
এসময় কেডিএ সার্বক্ষণিক সদস্য শবনম সাবা, মোঃ জামাল উদ্দিন, কেডিএ প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, অথরাইজড অফিসার, স্থপতি, পরিকল্পনা অফিসারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।