যশোর অফিস : যশোরে বিশ্ব পাইলস দিবস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার, র্যালী এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটের বহিঃবিভাগে খুলনা বিভাগের একমাত্র পাইলস ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে যশোর মেডিকেল কলেজের উদ্যোগে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য আয়োজনে পাইলস দিবসের র্যালী বের হয়। র্যালীটি হাসপাতাল চত্বর ঘুরে আবার প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে হাসপাতালে সভাকক্ষে বিশ্ব পাইলস দিবস উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়কের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার এএইচএম আহসান হাবিব। প্যানেল বিশেষজ্ঞ ছিলেন যশোর মেডিকেল করেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার এসকে আলম ও ডাক্তার আব্দুর রহিম মোড়ল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরে চিকিৎসকদের সংগঠন বিএমএর সভাপতি ডাক্তার একেএম কামরুল ইসলাম বেনু, সাধারণ সম্পাদক ডাক্তার এমএ বাশার, ডাক্তার তৌহিদুর রহমান, ডাক্তার মোহাম্মাদ গোলাম মোর্তুজা, ডাক্তার পার্থ প্রতিম চক্রবর্তী প্রমুখ।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য ও প্রজেক্টরের মাধ্যমে কলোরেক্টাল বা পাইলসের সর্বাধুনিক চিকিৎসার উপরে বৈজ্ঞানিক আলোচনা করেন মেডিকেল কলেজের জেনারেল সার্জারি ও কলোরেক্টাল বিশেষজ্ঞ প্রফেসার ডাক্তার মাহমুদুল হাসান পান্নু। সঞ্চালনা করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার তৌহিদুর রহমান। বৈজ্ঞানিক সেমিনার শেষে হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটের বহিঃবিভাগে খুলনা ও বরিশাল বিভাগের একমাত্র সরকারি কলোরেক্টাল বা পাইলস ক্লিনিকের উদ্বোবধন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার এএইচএম আহসান হাবিব। এখন থেকে প্রতি মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেনারেল সার্জারি ও কলোরেক্টাল বিশেষজ্ঞ প্রফেসার ডাক্তার মাহমুদুল হাসান পান্নু রোগী দেখবেন। এর ফলে সরকারি স্বল্প খরচে পাইলসের আধুনিক চিকিৎসক সাধারণ মানুষ নিতে পারবে।