বিজ্ঞপ্তি : সিটি মেয়র হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করায় তালুকদার আব্দুল খালেক, নব-নির্বাচিত প্যানেল মেয়রবৃন্দ এবং সকল কাউন্সিলরবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। সিটি মেয়র হিসেবে তালুকদার আব্দুল খালেক পুনরায় দায়িত্ব গ্রহণ করায় এবং কেসিসি প্যানেল মেয়র নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল মেয়র হিসেবে এস এম রফিউদ্দিন আহম্মেদ (২৭নং ওয়ার্ড কাউন্সিলর), এস এম খুরশিদ আহম্মেদ টোনা (১৩নং ওয়ার্ড কাউন্সিলর) ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু (সংরক্ষিত আসন-৫) নির্বাচিত হওয়ায় নব-নির্বাচিত প্যানেল মেয়রসহ সকল কাউন্সিলরবৃন্দকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক তার বিবৃতি প্রদান করেন এবং আশা প্রকাশ করেন যে নব-নির্বাচিত মেয়র, প্যানেল মেয়রবৃন্দ ও কাউন্সিলরবৃন্দ তাদের যোগ্যতা, মেধা, প্রজ্ঞা, বিচক্ষণতা দিয়ে খুলনার কাঙ্খিত উন্নয়নে আরও উল্লেখযোগ্য অবদান রাখবেন।
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরও বিবৃতি দিয়েছেন চেম্বারের উর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, মোঃ মোস্তফা জেসান ভুট্টো, গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, শেখ মোঃ গাউসুল আজম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান (জবা), ঠাকুর মোঃ শাহ্ আলম, মোঃ মোশাররফ হোসেন, মোঃ আবুল হাসান, মোঃ ইসলাম খান, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান, নিজারুল আলম জুয়েল, দীপক কুমার দাস, মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক, তিলক কুমার গোস্বামী ও মোঃ সোহাগ দেওয়ান।