দাপট দেখিয়ে কর্মকর্তাদের তটস্থ করে রাখা খুলনায় আঞ্চলিক তথ্য অফিসের সেই অফিস সহায়ক মো. হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি অসদাচরণের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তথ্য অধিদপ্তরের সদর দপ্তর থেকে খুলনা অফিসের অফিস সহায়ক মো. হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্তের আদেশের একটি চিঠি পেয়েছি।
বরখাস্ত করার ওই কার্যালয় আদেশে বলা হয়েছে, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের অফিস সহায়ক মো. হাবিবুর রহমান ২০১৯ সালে ৯ জুন সদর দপ্তর থেকে বদলি হয়ে খুলনা আঞ্চলিক তথ্য অফিসে যোগদান করেন। এর পর থেকে বারবার অফিসের কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। তিনি প্রায়ই অশ্লীল ভাষায় এবং উচ্চস্বরে গালাগালসহ কর্মকর্তা-কর্মচারীদের শারীরিকভাবে আঘাত করতে উদ্বত হন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আত্মীয় পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান এবং বদলির হুমকি দেন।
এরই ধারাবাহিকতায় গত ১৩ আগস্ট খুলনা অফিসের অভ্যন্তরীণ প্রশিক্ষণ শুরুর আগে মোবাইলের ইন্টারনেট সংযোগ পাওয়া নিয়ে তিনি অফিসের কর্মকর্তা কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রধান সহকারীকে জীবননাশের হুমকি দেন এবং অফিসের টেলেক্স অপারেটরকে শারীরিকভাবে আঘাত করে আহত করেন। এ জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাবে হাবিবুর রহমান মনগড়া, কাল্পনিক, অসত্য বিষয় উল্লেখ করেন।
হাবিবুর রহমান সম্পের্কে বলা হয়েছে, এর আগেও তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ৪ ডিসেম্বর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে আপীল কর্তৃপক্ষ ও তৎকালীন তথ্য সচিব মানবিক কারণে ক্ষমা করে তাকে চাকরিতে পুনর্বহাল করেন। তারপরও নিজেকে সংশোধন না করে তিনি একই অপরাধ বারবার করে চলছেন। তার এরকম কার্যকলাপের কারণে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) বিধির আওতায় অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে আদেশ দেওয়া হয়েছে।
হাবিবুর রহমান কর্তৃক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও মারধরের বিষয়ে অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল ১৫ আগস্ট তার বিরুদ্ধে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
এছাড়া হাবিবুরের বিষয়ে সংবাদ প্রচারের সে বাংলানিউজের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নাকে মোবাইলের হুমকির ঘটনায় একই দিন মুন্নাও তার বিরুদ্ধে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেন।