
ডেস্ক রিপোর্ট : রূপসা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুর রহমান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালেও তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন।
তিনি মাধ্যমিক শিক্ষা পরিবারের সকল শিক্ষা কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।

