
ডুমুরিয়া প্রতিনিধি : খুলনা-৫ আসনের নৌকা প্রতিকের প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমানের নৌকা মার্কা ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নযনের অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোন বিকল্প নেই। এমপি নির্বাচিত হওয়া পর এলাকায় ব্যাপক উন্নযন হয়েছে। রক্তাত্ব ডুমুরিয়া এখন শান্ত। অসম্প্রদায়িক চেতনায় আমরা মিলে মিশে একত্রে সহস্থানে বসবাস করছি। আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে এলাকায় অসম্পাপ্ত কাজ সম্পাপ্ত করতে সকলকে আহবান জানান
সোমবার বিকেলে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের সুন্দরবুনিয়া মন্দির, রোস্তমপুর, নরনিয়া গুটলেতলা, মালতিয়া কাঠালতলা বাজার এলাকায় জনসংযোগ ও পথ সভায় বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিএম আ: ছালাম, সরদার আবু সালেহ, উপজেলা সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, আবু সাঈদ সরদার, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, জিএম ফারুক হোসেন, মাষ্টার সিরাজুল ইসলাম, শিশির মন্ডল, এস এম মোস্তাফিজুর রহমান, সরদার ওহিদুল ইসলাম, হাবিবুর রহমান সরদার শরিফুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ, অরিন্দম মল্লিক, অজিদ সরদার বিষ্ণু মন্ডল, স্বপন মন্ডল।

