ফারুকুজ্জামান বিপ্লব, ফুলতলা : ফুলতলা উপজেলা পরিষদ থেকে বার বার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলতলা ডুমুরিয়া (খুলনা- ৫) আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের একজন মনোনয়ন প্রত্যাশী। রাজনৈতিক পরিচয়ে তিনি ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সরকারি বিএল কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক ও স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৮০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাস্ট্র বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর পাশ করেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের এক অনন্য বীরত্বগাথা পরিবার আলহাজ্ব শেখ আকরাম হোসেন এর। পিতা শেখ মাহাতাব উদ্দিন ৭১ এ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন। চাচা শেখ সিরাজুল ইসলাম ফুলতলা থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান ১৯৮৩ সালে চরমপন্থীদের হাতে নৃশংসভাবে খুন হন। নিজে অস্ত্র হাতে লড়েছেন ৯ নম্বর সেক্টরে। স্ত্রী ডা. নুরজাহান বেগম সাবিয়া, দুই কন্যা ডা. নুসরাত জাহান লিন্ডা ও ডা. ইশরাত জাহান লিমা সকলে পেশায় চিকিৎসক। এছাড়াও একমাত্র পুত্র ইঞ্জিঃ ইমরান হোসেন ইমন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত। ছোটভাই শেখ মনিরুল ইসলাম আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান। মানুষের সেবা করার মহান ব্রত নিয়ে তিনি রাজনীতিতে আসেন এবং এ পর্যন্ত ৪ বার ফুলতলা উপজলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করার সুযোগ পাবেন বলে মনে করেন এ নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের উদ্যোগে ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও অস্বচ্ছল মহিলাদের কর্মসংস্থানের জন্য এ পর্যন্ত প্রায় ৫’শ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৪ শতাধিক মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা প্রদান করে আসছেন তিনি।