সব বুথে এজেন্ট দিতে সক্ষম হয়েছে স্বতন্ত্র তিন প্রার্থী
মোঃ সাইফুল ইসলাম : খুলনার ৬টি আসনে আওয়ামী লীগ ছাড়া সব কক্ষে পোলিং এজেন্ট দিতে পারেনি কোন দল। তবে সব কক্ষে এজেন্ট দিতে সক্ষম হয়েছে স্বতন্ত্র তিন প্রার্থী।
নির্বাচনে অংশগ্রহন করেন ৩৯ জন প্রার্থী। এর মধ্যে ৩০ জনই পোলিং এজেন্ট দিতে পারেনি সব বুথে। তবে সব পোলিং এজেন্ট রয়েছে আওয়ামী লীগের ৬ প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগের ৩ জনের। অন্যরা অল্প কিছু সংখ্যক ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট দিয়েছেন।
খুলনা-২ আসনের ১৫৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ৮৪৫টি। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহ উদ্দিন জুয়েল সব বুথে পোলিং এজেন্ট দিয়েছেন। তবে সব বুথে পোলিং এজেন্ট দিতে পারেননি বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবু কুমার রায়, বিএনএম’র মো. আব্দুল্লাহ আল আমিন, জাতীয় পার্টির মো. গাউসুল আজম, গণতন্ত্রী পার্টির মো. মতিয়ার রহমান ও স্বতন্ত্র মো. সাঈদুর রহমান।
খুলনা-১ আসনের ১১০টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে ৬৭০টি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত ননী গোপাল মন্ডল সব ভোট কক্ষে পোলিং এজেন্ট দিয়েছেন। তবে স্বতন্ত্র প্রশান্ত কুমার রায়, জাতীয় পার্টির কাজী হাসানুর রশীদ ও তৃণমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামাণিক সব ভোট কক্ষে পোলিং এজেন্ট দিতে পারেননি।
খুলনা-৩ আসনের ১১৬টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ৬৩৩টি। আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন সব ভোট কক্ষে পোলিং এজেন্ট দিয়েছেন। তবে সব ভোট কক্ষে পোলিং এজেন্ট দিতে পারেননি জাকের পার্টির এস এম সাব্বির হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন ও স্বতন্ত্র ফাতেমা জামান সাথী।
খুলনা-৪ আসনের সবগুলো ভোট কক্ষে পোলিং এজেন্ট রয়েছে আওয়ামী লীগের আব্দুস সালাম মূর্শেদী এবং স্বতন্ত্র এস এম মোর্ত্তজা রশিদী দারা’র। বিএনএম’র এস এম আজমল হোসেনের। স্বতন্ত্র এম ডি এহসানুল হক, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, স্বতন্ত্র মো. জুয়েল রানা, জাতীয় পার্টির মো. ফরহাদ আহমেদ, এনপিপি’র মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র মো. রেজভী আলম, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান, তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান ও স্বতন্ত্র এইচ এম রওশান জামিরের কোনো পোলিং এজেন্ট নেই।
খুলনা-৫ আসনের ১৩৫টি ভোট কেন্দ্রে বুথ সংখ্যা ৮৪৫টি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ ও স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগের শেখ আকরাম হোসেন সব বুথে পোলিং এজেন্ট দিয়েছেন। তবে সব বুথে পোলিং এজেন্ট দিতে পারেননি জাতীয় পার্টির মো. শাহীদ আলম, ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার ও বাংলাদেশ কংগ্রেসের এস এম এ জলিল।
খুলনা-৬ আসনের ১৪২টি ভোট কেন্দ্রে কক্ষ রয়েছে ৯২২টি। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান মোড়ল ও স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতা জি এম মাহবুবুল আলম সব বুথেই পোলিং এজেন্ট দিয়েছেন। তবে সব বুথে পোলিং এজেন্ট দেননি বিএনএম’র এস এম নেওয়াজ মোরশেদ, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম, এনপিপি’র মো. আবু সুফিয়ান, তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন খান ও জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু।