জন্মভূমি রিপোর্ট : নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় মার্কেট তৈরির অভিযোগ উঠেছে। এ নিয়ে গত সোমবার কেডিএ ও সোনাডাঙ্গায় থানায় লিখিত অভিযোগ করেন সোনাডাঙ্গা আবাসিক এলাকা কল্যাণ সমিতি।
অভিযোগসুত্রে জানা যায়, সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৯ নম্বর রোডের ১৪৯ নম্বর প্লটে নির্মিত নয়তলা ভবনের নকশা না মেনে ভবনের সাথে নিচতলায় দক্ষিণ পার্শ্বে অবৈধভাবে ৩/৪ টি দোকান
নির্মাণ করা হয়। ফলে আবাসিক এলাকার পরিবেশ ও নিরাপত্তা
দারুণভাবে বিঘ্ণিত হবে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়। দোকান নির্মাণ না করার বিষয়ে কল্যাণ সমিতির পক্ষে ডেভলপার, ফ্ল্যাট ও ভূমির মালিকগণকে নিষেধ করা স্বত্ত্বেও তারা এ বিষয়ে কর্ণপাত না করে ভবনের সাথে দোকান নির্মাণের কাজ অব্যহত রেখেছেন বলে জানান সোনাডাঙ্গা আবাসিক এলাকা কল্যাণ সমিতি। সোনাডাঙ্গা আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি শেখ আসাদুর রহমান বলেন এ ধরনের অবৈধ দোকানপাট নির্মিত হলে আবাসিক এলাকায় বখাটেদের আড্ডা বৃদ্ধি পাবে এবং এলাকায় শান্তিপূর্ণ বসবাসের আবাসিক পরিবেশ বিঘ্নিত হবে।
বাড়ির মালিক কমল সাহা বলেন, আমরা আরসিসি নামে একটি ডেভেলপার কোম্পানির সাথে চুক্তিবদ্ধ। কোম্পানিটি কেডিএর কাছ থেকে অনুমোদন নিয়েছে।
কেডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অথরাইজড অফিসার জিএম মাসুদুর রহমান জানান, অভিযোগটি খতিয়ে দেখে অনিয়ম পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।