জন্মভূমি রিপোর্ট : নগরীর বিভিন্ন স্থান এবং রূপসা উপজেলা এলাকা হতে ৩শ’ ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩শ’ গ্রাম গাজাসহ সাত জন গ্রেফতার হয়েছে। রোববার সকাল ৮ টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় থানা পুলিশ ও ডিবির অভিযানে এ উদ্ধার-গ্রেফতার হয়েছে। এসব ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, কেএমপি’র অভিযানে মোঃ ফয়সাল শেখ (২৫), মোসাঃ আসমা খাতুন (২২), মোঃ মাহামুদুল্লাহ ওরফে মামুন (২২), মোঃ ইসরাফিল শেখ (২৪), মোঃ সাখাওয়াত হোসেন হৃদয় (২২) এবং জহুরুল ইসলাম (৩৩) নামে ছয় জন ২শ’৯১ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হয়েছে। অন্যদিকে, জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম রূপসা উপজেলার জাবুসা গ্রামে অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল আমিন হোসেন বাপ্পি (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে।