
বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা জেলা সংসদের উদ্যোগে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সাত রাস্তা মোড় বিএমএ ভবনের সামনে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসানের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক সবুজ হোসেন দূর্জয়ের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, ছাত্র নেতা জাকির হোসেন, সাঈম হাসান, তন্ময় সরকার, সুদীপ্ত মণ্ডল, শান্তা নিবেদিতা, তনুশ্রী তনু, ঐশিজ্যোতি গোলদার, মৃত্যুঞ্জয়, সজীব, জাহিদুল, রিয়াজুল প্রমুখ। বক্তারা বলেন, প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে সাংবাদিক সম্মেলনে সিআইডি অফিসার বলেছেন ‘প্রশ্নপত্র ফাঁসের পিছনে নামী দামী লোক জড়িত আছেন’ এই নামী দামী লোকদের অবিলম্বে চিহ্নিত করে প্রকাশ করতে হবে এবং দ্রুত এ ব্যাপারে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা আরও বলেন, এর দায়ভার সরকারকেই নিতে হবে। এ ঘটনায় প্রমাণ করে যে, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা ব্যর্থ। পরবর্তীতে এক বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা সংগঠনের কার্যালয়ে এসে সমাপ্ত হয়।