
ডেস্ক রিপোর্ট : খুলনা নগরীর জাতিসংঘ শিশু পার্কের উন্মুক্ত মঞ্চ নির্মাণের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। একই সঙ্গে নির্মাণাধীন মঞ্চটি ভেঙে ফেলেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। মঙ্গলবার দুপুরে মঞ্চ সরিয়ে পার্কের স্থানটি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়। পরে মঙ্গলবার রাতেই নির্মাণাধীন মঞ্চ ভেঙে ফেলেন শ্রমিকরা। আজ বুধবার জায়গাটি সমান করে দেওয়া হচ্ছে।
একই সঙ্গে পার্কের ভেতরে মঞ্চ নির্মাণের আগে জেষ্ঠ্য কর্মকর্তাদের মতামত না নেওয়ায় এক প্রকৌশলী শোকজ করা হয়েছে।
জানা যায়, খুলনা নগরীতে শিশুদের বিনোদনের উন্মুক্ত পার্ক বলতে রয়েছে শুধু জাতিসংঘ শিশু পার্ক। প্রতিদিন শিশুসহ সব বয়সের নারী পুরুষ ভিড় করেন। গত রোববার সেখানে স্থায়ীভাবে রাজনৈতিক মঞ্চ নির্মাণ শুরু করে কেসিসি। মঞ্চ হলেও ভবিষ্যতে এটিকে কেন্দ্র করেই পার্কে নিয়মিত সভা, সমাবেশের আয়োজন এবং শিশুদের খেলাধুলার পরিবেশ ব্যাহত হওয়ার আশংকা করা হচ্ছিলো।
এ নিয়ে গত মঙ্গলবার ‘খেলার জায়গা নষ্ট করে স্থায়ী মঞ্চ তৈরি’ শিরোনামে সমকালকে সংবাদ প্রকাশ হয়। নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ কেসিসির কর্মকর্তাদের স্মারকলিপি এবং স্থানীয় মসজিদ কমিটিও চিঠি দিয়ে মঞ্চ নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। মঙ্গলবারই মঞ্চটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন কেসিসির কর্মকর্তারা।
কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান সমকালকে বলেন, ‘মঞ্চ নির্মাণের বিষয়ে আমরা অবগত ছিলাম না। নির্মাণের জন্য জড়িত প্রকৌশলীকে শোকজ করা হয়েছে।’ তিনি বলেন, ‘শিশু পার্কেও মঞ্চটি অপসারণের সিদ্ধান্ত হয়েছে। ওই টাকা দিয়ে খেলনা সংযোজন করা হবে।’

