জন্মভূমি রিপোর্ট : খুলনায় শুরু হচ্ছে তিনদিন ব্যাপী কম্পিউটার মেলা। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাব ব্যাংকুয়েট হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কম্পিউটার সমিতি এর আয়োজন করে। সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা শাখার চেয়ারম্যান মুন্সি মো. আরিফুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি প্রকৌশলী সুব্রত সরকার। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, এক্সসেল টেকনোলজি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা, কেন্দ্রীয় সমন্বয়কারী ও বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব মো. কামরুজ্জামান ভূঁইয়া এবং স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো’র আহবায়ক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির ভাইস চেয়ারম্যান শেখ শাহিদুল হক সোহেল। বক্তৃতা করেন সমিতির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম হেলালী, বিজনিস প্রমোশন কাউন্সিল এর প্রতিনিধি এমডি ফয়সাল ও সাবেক পরিচালক এস এম ওহিদুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির খুলনা শাখার সাধারণ সম্পাদক আহমেদ কবীর। প্রধান অতিথি সম্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান। পরে প্রধান অতিথি ফিতা কেটে তিন দিন ব্যাপী এই মেলার উদ্বোধন ঘোষনা করেন।
২৫মে বৃহস্পতিবার শেষ হবে এই মেলা। মেলায় ৩২টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করার পর সর্বপ্রথম খুলনায় আয়োজিত স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো।