জন্মভূমি রিপোর্ট : বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন গতকাল রবিবার খুলনায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের দোকানপাট খোলা ছিল। অফিস-আদালতের কার্যক্রমও চলেছে স্বাভাবিকভাবে। নগরীতে রিকশা ও ইজিবাইক চলাচল ছিল স্বাভাবিক। আভ্যন্তরীণ রুটে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করেছে। তবে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। ট্রেন যথারীতি খুলনা রেল স্টেশন থেকে গন্তব্যস্থলের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এদিকে হরতাল চলাকালে নগরীতে কোনো পিকেটারকে দেখা যায়নি। তবে, মোড়ে মোড়ে পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।