জন্মভূমি রিপোর্ট : খুলনায় বৃষ্টির পরিমাণ কমে আসলেও ডেঙ্গু সংক্রণের সংখ্যা বেড়েছে। খুলনার বিভিন্ন স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা ছিল অতিরিক্ত বৃষ্টির কারণে মশা বেড়েছে তাই ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। অথচ অক্টোবর মাসে বৃষ্টির দেখা না মিললেও কোন ভাবেই ডেঙ্গু শনাক্তের সংখ্যা কমানো যাচ্চে না। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। সেই সাথে মৃত্যুর সংখ্যাও পূর্বের তুলনায় বেড়েছে।
খুলনায় গত ২৪ ঘন্টায় নতুন ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭৭ জনের শরীরে। তার মধ্যে খুলনা জেলায় রয়েছেন ৩৭ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন। এ নিয়ে চলতি বছর ১০ মাস ৬ দিনে খুলনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ৫,২১৯ জন। শনাক্ত রোগীর মধ্যে রয়েছেন খুলনা জেলায় ২১১১ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩১০৮ জন। আর এ সময়ের মধ্যে খুলনা জেলায় মৃত্যু হয়েছে ২ জন ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জনসহ মোট ৩৭ জনের। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছাড়পত্র প্রাপ্ত রোগীর সংখ্যা ২৯৪৪ জন ও খুলনা জেলায় ১৩৩৭ জন। খুমেকে ভর্তি আছেন ১৩০ জন খুলনা জেলায় ৮৩ জন রোগী।